নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে কানাইঘাট পৌর যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস কাপ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১৬ই ডিসেম্বর রাত রাত ৯টায় কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রায়গড় মাঠে অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি যুবনেতা এনামুল হকের সভাপতিত্বে ও ছাত্রনেতা আসাদ উদ্দিনের পরিচালনায় উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, থানার সেকেন্ড অফিসার এস.আই জসীম উদ্দিন, প্রবাসী মোঃ ইয়াহিয়া, প্রবাসী মোঃ নিজাম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, সাংবাদিক আব্দুন নুর, সাংবাদিক সুজন চন্দ অনুপ, টুর্নামেন্ট কমিটির সহ সভাপতি ও পৃষ্টপোষক প্রবাসী জসীম উদ্দিন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন। দিবারাত্রি উক্ত বিজয় দিবস দ্বৈত কাপব্যাডমিন্টন প্রতিযোগিতায় ২৮টি দল অংশগ্রহণ করে। বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টের তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল খেলায় টু-লায়ন্স দ্বৈত জুটি ভাই ভাই দ্বৈত জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী টিমকে নগদ ৩হাজার টাকা সহ চ্যাম্পিয়ন টফি ও রানার্সদলকে নগদ ২হাজার টাকা সহ রানার্সআপ ট্রফি তুলে দেন খেলার অতিথিবৃন্দ। এছাড়া প্রবাসী ইয়াহিয়া ও নিজাম উদ্দিন টুর্নামেন্ট কমিটিকে ১০হাজার টাকার অনুদান দেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ বলেন, উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কানাইঘাটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য পর্যায়ক্রমে সবধরনের খেলা প্রতিযোগিতা শুরু করা হবে। আগামী ২৪ ডিসেম্বর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে কানাইঘাটে ক্রীড়াঙ্গনের সোনালী যুগ শুরু হবে। এ টুর্নামেন্ট শেষে টি-টোয়েন্টি ক্রিকেট ও দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হবে বলে তিনি ঘোষণা করেন।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়