Sunday, December 11

চার্চের ছাদ ধসে নাইজেরিয়ায় নিহত ৬০

চার্চের ছাদ ধসে নাইজেরিয়ায় নিহত ৬০
কানাইঘাট নিউজ ডেস্ক: নাইজেরিয়ায় একটি চার্চের ছাদ ধসে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, তারা ৬০ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। উদ্ধারকাজ শেষে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। চার্চটি নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন গভর্নরের মুখপাত্র একেরেতে উদহ।

আকওয়া ইমব প্রদেশের উয়িওর দ্য রেইনার্স বাইবেল চার্চে শনিবার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় পুণ্যার্থীরা চার্চে উপাসনারত ছিলেন বলে প্রত্যক্ষদর্শী ও দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

সরকারি কর্মকর্তারা জানান, ওই চার্চের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি। কর্মীরা দ্রুত এটি শেষ করার চেষ্টায় ছিলেন। কারণ এর স্থপতি আকান উইকসকে বিশপ হিসেবে বরণের কথা ছিল শনিবার।

গভর্নর উদম ইমানুয়েলসহ কয়েক শ লোক দুর্ঘটনার সময় চার্চের ভেতর ছিলেন। হঠাৎ করে ঢেউ খেলানো লোহার ছাদ ভেঙে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। ইমানুয়েল ও উইকস বেঁচে যান। তথ্যসূত্র : দ্য টেলিগ্রাফ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়