কানাইঘাট নিউজ ডেস্ক: বেশ
কিছু দিন আগে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ঘোষণা দেয়, চলতি বছরের ৩১ ডিসেম্বরের
পর থেকে বেশ কিছু ফোনে কাজ করবে না তাদের অ্যাপ। কারণ, ওই সময়ের পর সেসব
ফোন হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ সমর্থনের সুবিধা হারাবে। সম্প্রতি এই
ঘোষণায় সামান্য পরিবর্তন এনেছে ফেসবুক অধিকৃত অ্যাপটি।
পূর্ব-ঘোষণায় যে সব ফোনে হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ চলবে না বলে জানানো হয়েছিল তার মধ্যে ছিল ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি ১০, নকিয়া এস ৪০, নকিয়া সিমবিয়ান এস ৬০, অ্যান্ড্রয়েড ২.১-২.২, উইন্ডোজ ৭.১, আইফোন ৩জিএস/আইওএস ৬।
সম্প্রতি জানানো হয়েছে, ব্ল্যাকবেরি ওএস, ব্ল্যাকবেরি ১০, নকিয়া এস ৪০, নকিয়া সিমবিয়ান এস ৬০ চালিত ফোনে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত কাজ করবে হোয়াটসঅ্যাপ। তবে চলতি বছরের ৩১ ডিসেম্বরের পর থেকে অ্যান্ড্রয়েড ২.১-২.২, উইন্ডোজ ৭ এবং ৩জিএস/আইওএস ৬ চালিত ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।
পূর্ব-ঘোষণায় যে সব ফোনে হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ চলবে না বলে জানানো হয়েছিল তার মধ্যে ছিল ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি ১০, নকিয়া এস ৪০, নকিয়া সিমবিয়ান এস ৬০, অ্যান্ড্রয়েড ২.১-২.২, উইন্ডোজ ৭.১, আইফোন ৩জিএস/আইওএস ৬।
সম্প্রতি জানানো হয়েছে, ব্ল্যাকবেরি ওএস, ব্ল্যাকবেরি ১০, নকিয়া এস ৪০, নকিয়া সিমবিয়ান এস ৬০ চালিত ফোনে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত কাজ করবে হোয়াটসঅ্যাপ। তবে চলতি বছরের ৩১ ডিসেম্বরের পর থেকে অ্যান্ড্রয়েড ২.১-২.২, উইন্ডোজ ৭ এবং ৩জিএস/আইওএস ৬ চালিত ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়