Monday, December 26

আগামী বছর আসছে ব্লুটুথ ৫

আগামী বছর আসছে ব্লুটুথ ৫
কানাইঘাট নিউজ ডেস্ক: ব্লুটুথের সর্বশেষ সংস্করণ ব্লুটুথ ৪.২ বাজারে ছাড়া হয় ২০১৪ সালে। সামনেই ব্লুটুথের আরেকটি সংস্করণ ব্লুটুথ ৫ বাজারে ছাড়া হবে।

খবর এনিডিটিভি’র।

ব্লুটুথের নতুন সংস্করণে গতি বাড়বে প্রায় দ্বিগুণ আর ব্লুটুথের রেঞ্জ ক্ষমতা বাড়ানো হবে আগের তুলনায় চারগুণ। এ ছাড়া যোগ করা হচ্ছে লো-এনার্জি মোড। নতুন সংস্করণের ফ্রিকোয়েন্সি থাকবে আগের মতোই ২ দশমিক ৪ গিগাহার্জের।

এসআইজির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর ছয় মাসের মধ্যে ডিভাইসগুলোতে ব্লুটুথ ৫ সংস্করণ ব্যবহার করা যাবে। সে হিসেবে ধারণা করা যায় আগামী বছরের মাঝামাঝি সময়ে বিভিন্ন ডিভাইসে ব্লুটুথ ৫ সংস্করণ ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা।

ব্লুটুথ প্রযুক্তির এই সংস্করণ বা মান ঠিক করে থাকে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)। অ্যাপল, মাইক্রোসফট, স্যামসাংসহ বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এই গ্রুপের সদস্য। ৩০ হাজারেরও বেশি সদস্য রয়েছে এই গ্রুপে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়