Saturday, December 3

অধ্যক্ষ সিরাজুল ইসলাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল মামলা সংক্রান্ত কারনে কারাগারে থাকায় তার অবর্তমানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের (ভারপ্রাপ্ত) কমান্ডের দায়িত্ব পালন করবেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম। শনিবার সকাল ১১টায় জিন্দাবাজারস্থ সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রধান কার্যালয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের এক সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ সিরাজুল ইসলামকে ভারপ্রাপ্ত কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়। জেলা ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আকরাম আলীর পরিচালনায় উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমান্ডার আব্দুর রব, আফতাব উদ্দিন, আব্দুস সালাম, আকরাম আলী, আতিক আহমদ চৌধুরী, সুরুজ আলী, মিরন মিয়া, সেলিম মিয়া প্রমুখ। এদিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলামকে মনোনীত করায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়