Wednesday, December 28

জেলা পরিষদ নির্বাচন: কানাইঘাটে সরদারের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ এনামুল হক সরদারের(কাপপিরিচ)এর দুজন এজেন্ট বটু মিয়া ও ইসলাম উদ্দিনকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ১৫নং ওয়ার্ডের ভোটকেন্দ্র রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ গঠনা ঘটে।জানা যায়, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের(আনারস) প্রতীকের সমর্থনে ভোটারদের সক্রিয় করতে ভোট শুরুর দিকে এ কেন্দ্র পরিদর্শনে যান সিলেট জেলা আ’লীগের উপ প্রচার-প্রকাশনা সম্পাদক ইউ’পি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ,কানাইঘাট উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক মেয়র লুতফুর রহমান,পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন,কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সদস্য এড.ফখরুল ইসলাম,পৌর আ’লীগের যুগ্ন-আহবায়ক খলিলুর রহমান,উপজেলা শ্রমিক লীগ সভাপতি জসিম উদ্দিন। এসময় তারা কাপপিরিচ এর দুজন এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়