কানাইঘাট নিউজ ডেস্ক: একজন
ভারতের আরেকজন পাকিস্তানের ক্রিকেটার। কিন্তু অনেকেই তাদের চেহারায় মিল
পান। কিন্তু আহমেদ সেহজাদ বললেন অন্য কথা। তিনি ভারতীয় ব্যাটসম্যান বিরাট
কোহলির ব্যাটিংয়ের সাথে তার ব্যাটিয়ের মিল পান। দলের কাছ থেকে অনুপ্রেরণা
পেলে তিনিও কোহলির মতো ব্যাটসম্যান হতেন—শেহজাদ মনে করেন এমনই। কোহলি এই
মুহূর্তে আছেন ফর্মের তুঙ্গে। আর শেহজাদ রয়েছেন দলের বাইরে। শেহজাদের
দাবিটা কারও কারও কাছে একটু আশ্চর্যই লাগতে পারে।
পাকিস্তান দলের কাছ থেকে যথেষ্ট সাহায্য না পাওয়ার বিষয়টি আক্ষেপ করে এক সাংবাদিককে বলেছিলেন শেহজাদ। সেই সাংবকাদিক সাজ সাদিক টুইটারের মাধ্যমে তা সবার নজরে আনেন। শেহজাদ তাঁকে যেভাবে বলেছেন ওই সাংবাদিক ঠিক সেভাবেই টুইট করেন, ‘কোহলি, রুট ও উইলিয়ামসনের দিকে তাকালে দেখবেন তাঁরা দলের কাছ থেকে অনেক সাহায্য আর অনুপ্রেরণা পায়। যেটা আমি পাই না।’
শাজ সাদিক শেহজাদের কথায় বাড়তি একটু রঙও চড়িয়েছেন। দলের কাছ থেকে সহায়তা পাওয়ার ব্যাপারে কোহলির তুলনায় শেহজাদ নিতান্তই দুর্ভাগা বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর কাছে মনে হয়েছে শেহজাদ বলতে চেয়েছেন—ঠিকঠাক সহায়তা পেলে তিনি কোহলির মতোই পারফর্ম করতেন!
শেহজাদের ব্যাটিং প্রতিভা নিয়ে কোনো সংশয় হয়তো কারোরই নেই। দারুণ মারকুটে এই ব্যাটসম্যান পাকিস্তান দলে কেন নিয়মিত হতে পারেননি—এটা একটা রহস্য। শৃঙ্খলার সমস্যা সব সময়ই শেহজাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শেহজাদের এই আক্ষেপ অনেকের কাছেই মজা হয়ে এসেছে। খোদ পাকিস্তানেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন তিনি।
সূত্র: জি নিউজ।
পাকিস্তান দলের কাছ থেকে যথেষ্ট সাহায্য না পাওয়ার বিষয়টি আক্ষেপ করে এক সাংবাদিককে বলেছিলেন শেহজাদ। সেই সাংবকাদিক সাজ সাদিক টুইটারের মাধ্যমে তা সবার নজরে আনেন। শেহজাদ তাঁকে যেভাবে বলেছেন ওই সাংবাদিক ঠিক সেভাবেই টুইট করেন, ‘কোহলি, রুট ও উইলিয়ামসনের দিকে তাকালে দেখবেন তাঁরা দলের কাছ থেকে অনেক সাহায্য আর অনুপ্রেরণা পায়। যেটা আমি পাই না।’
শাজ সাদিক শেহজাদের কথায় বাড়তি একটু রঙও চড়িয়েছেন। দলের কাছ থেকে সহায়তা পাওয়ার ব্যাপারে কোহলির তুলনায় শেহজাদ নিতান্তই দুর্ভাগা বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর কাছে মনে হয়েছে শেহজাদ বলতে চেয়েছেন—ঠিকঠাক সহায়তা পেলে তিনি কোহলির মতোই পারফর্ম করতেন!
শেহজাদের ব্যাটিং প্রতিভা নিয়ে কোনো সংশয় হয়তো কারোরই নেই। দারুণ মারকুটে এই ব্যাটসম্যান পাকিস্তান দলে কেন নিয়মিত হতে পারেননি—এটা একটা রহস্য। শৃঙ্খলার সমস্যা সব সময়ই শেহজাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শেহজাদের এই আক্ষেপ অনেকের কাছেই মজা হয়ে এসেছে। খোদ পাকিস্তানেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন তিনি।
সূত্র: জি নিউজ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়