নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ ২য় খন্ড গ্রামে ক্ষেতের জমির ধান কাটাকে কেন্দ্র করে গত মঙ্গলবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৬জনের মধ্যে দুই জনের হাতের আঙ্গুল কেটে ফেলা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কানাইঘাট থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। জানা যায়, একখন্ড ফসলী জমির মালিকানা নিয়ে বাউরভাগ ২য় খন্ড গ্রামের লনি গোপাল শুক বৈদ্য ও সুদির শুক বৈদ্যের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আদালতের রায়ে দলিল ও রেকর্ড সূত্রে লনি গোপাল বৈদ্য বিরোধ পূর্ণ ৩৩ শতক ফসলি জমির ভোগ দখল থেকে প্রতি বছর ধান ক্ষেত করে আসছিলেন। সম্প্রতি সুধীর শুক বৈদ্য লনি গোপালের লাগানো ক্ষেতের পাকা ধান কাটার পায়তারা করলে তিনি বাদী হয়ে গত সোমবার থানায় অভিযোগ দিলে পুলিশ এ ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরদিকে উক্ত ভূমি খন্ডটি মালিকানা দাবী করে সুধির শুক বৈদ্য লনি গোপালের লাগানো ক্ষেতের ধান গত মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ৮টার দিকে কেটে নেওয়ার সময় লনি গোপাল বৈদ্যের পরিবারের লোকজন এতে বাঁধা প্রদান করেন। এসময় প্রতিপ সুদীর বৈদ্যের লোকজন দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে লনি গোপাল বৈদ্যের উপর হামলা করলে হামলায় লনি গোপাল বৈদ্য (৫২) ও তার পুত্র দিলীপ শুক বৈদ্য (৩০) গুরুতর রক্তাক্ত আহত হন। তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। আশংকজনক অবস্থায় এ দুজনকে সিওমেক হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক লনি গোপালের ডান হাতের একটি আঙ্গুল ও তার ছেলে দিলীপ শুক বৈদ্যের বাম হাতের দু’টি আঙ্গুল কেটে ফেলেন। আহত হন লনি শুক বৈদ্যের ভাই ছানা শুক বৈদ্য (৫২) ও প্রতিপরে মাখন বৈদ্য (৫০) ও তার ভাই আশু বৈদ্য (৪০), সুধীর বৈদ্য। আহতদের মধ্যে গোপাল বৈদ্য, দিলিপ বৈদ্য, মাখন বৈদ্য ও আশু বৈদ্য বর্তমানে সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধান কাটা নিয়ে উভয় পক্ষ থানায় পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করলে বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়