কানাইঘাট নিউজি ডেস্ক::
ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে
আল্ট্রাবুক আসুস জেনবুক-৩ (ইউ এক্স ৩৯০)। এ পণ্যটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী
সাড়া ফেলেছে। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ পণ্যটি উন্মোচন করা
হয়।
জেনবুক-৩ এর প্রধান বৈশিষ্ঠ্য বাইরে এইরোস্পেস গ্রেড আলুমিনিয়াম বডি, রয়াল ব্লু রং, সোনালি ফ্রেম, কিবোর্ডেও যোগ হয়েছে সোনালি ব্যাকলিট। এছাড়া জেনবুক-৩ এর ডিসপ্লের ব্যাজেল অত্যন্ত কম হওয়ায় এতে রয়েছে ৮২ শতাংশ স্ক্রিন বডি অনুপাত। মাত্র ৭.৫ মিলিমিটার ব্যাজেল এ মোড়ানো ১২.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লেটিতে প্রোটেকশানের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস-৪। ৯১০ গ্রাম ওজনের আর ১১.৯ মিলি মিটার পাতলা হাল্কা এই আল্ট্রাবুকটি বহনেও অত্যন্ত আরামদায়ক।
জেনবুক-৩ এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইন্টেলের সপ্তম জেনারেশানের কোরআই-৭ প্রসেসর, ৫১২ গিগাবাইটের তৃতীয় প্রজন্মের পিসিআই এক্সপ্রেস এসএসডি, ২১৩৩ বাস স্পিডের ১৬ গিগাবাইট র্যাম, বিশ্বখ্যাত অডিও টেকনোলজি নির্মাতা হারমান/কারডন আর আসুসের নিজস্ব সনি কমাস্টার টেকনোলজির পার্টনারশিপে তৈরি হয়েছে এর বিল্টিন ৪টি স্পিকার, ৪০ ওয়াটের লি পলিমার ব্যাটারি, ফাস্ট চার্জিং টেকনোলজি, জেনুইন মাইক্রসফট উইন্ডোজ ১০ প্রো, টাইপ-সি পোর্ট, ব্লুটুথ ৪.১, ডুয়েল ব্যান্ড ৮০২.১১এসি ওয়াইফাই, কার্ড-রিডার, কমবো অডিও জ্যাক ও এইচডিএমাই পোর্ট। বাংলাদেশের বাজারে এ আল্ট্রাবুকটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৯ হাজার টাকা।
জেনবুক-৩ এর প্রধান বৈশিষ্ঠ্য বাইরে এইরোস্পেস গ্রেড আলুমিনিয়াম বডি, রয়াল ব্লু রং, সোনালি ফ্রেম, কিবোর্ডেও যোগ হয়েছে সোনালি ব্যাকলিট। এছাড়া জেনবুক-৩ এর ডিসপ্লের ব্যাজেল অত্যন্ত কম হওয়ায় এতে রয়েছে ৮২ শতাংশ স্ক্রিন বডি অনুপাত। মাত্র ৭.৫ মিলিমিটার ব্যাজেল এ মোড়ানো ১২.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লেটিতে প্রোটেকশানের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস-৪। ৯১০ গ্রাম ওজনের আর ১১.৯ মিলি মিটার পাতলা হাল্কা এই আল্ট্রাবুকটি বহনেও অত্যন্ত আরামদায়ক।
জেনবুক-৩ এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইন্টেলের সপ্তম জেনারেশানের কোরআই-৭ প্রসেসর, ৫১২ গিগাবাইটের তৃতীয় প্রজন্মের পিসিআই এক্সপ্রেস এসএসডি, ২১৩৩ বাস স্পিডের ১৬ গিগাবাইট র্যাম, বিশ্বখ্যাত অডিও টেকনোলজি নির্মাতা হারমান/কারডন আর আসুসের নিজস্ব সনি কমাস্টার টেকনোলজির পার্টনারশিপে তৈরি হয়েছে এর বিল্টিন ৪টি স্পিকার, ৪০ ওয়াটের লি পলিমার ব্যাটারি, ফাস্ট চার্জিং টেকনোলজি, জেনুইন মাইক্রসফট উইন্ডোজ ১০ প্রো, টাইপ-সি পোর্ট, ব্লুটুথ ৪.১, ডুয়েল ব্যান্ড ৮০২.১১এসি ওয়াইফাই, কার্ড-রিডার, কমবো অডিও জ্যাক ও এইচডিএমাই পোর্ট। বাংলাদেশের বাজারে এ আল্ট্রাবুকটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৯ হাজার টাকা।
--বিডিলাইভ
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়