Sunday, December 11

জেলা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহারে কানাইঘাট ছাত্রলীগের মিষ্টি বিতরণ


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ কর্তৃক সিলেট জেলা ছাত্রলীগের কার্যক্রমের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করায় কানাইঘাট উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক সিলেটের কৃতি সন্তান এস.এম জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে রবিবার মিষ্টি বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রলীগের কার্যক্রমের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করায় সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী হওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড ছাত্রলীগের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হবে বলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন। সেই সাথে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা অবিলম্বে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে প্রকৃত ছাত্রদের সমন্বয়ে ছাত্রলীগের কমিটি উপহার দেওয়ার জন্য জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দলের কানাইঘাট বাজার অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা আখতার হোসেন, সমির উদ্দিন, জুবেল আহমদ, আব্দুর রহমান, মারুফ আহমদ, শামীম আহমদ, মিজান উদ্দিন, ফয়সল আহমদ, আরিফ হোসেন, নাঈম, কিবরিয়া, ফুরকান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়