Thursday, December 22

কোরিয়া প্রবাসী নুরুল চৌধুরী আর নেই! আগামীকাল জানাজা


আব্দুল্লাহ আল-মাহবুব,দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়া প্রবাসী রাজনীতিক নুরুল আমিন চৌধুরীর জানাজা আগামীকাল শুক্রবার সিউল সেন্ট্রাল মসজিদে জুমার নামাজের পর অনুষ্টিত হবে। কোরিয়া প্রবাসীদেরকে জানাজায় শরিক হতে অনুরোধ জানিয়েছেন নুরুল আমিন চৌধুরীর সহকর্মীরা। জানা গেছে ইতিমধ্যে নুরুল আমিন চৌধুরীর লাশ পাঠানোর জন্য স্থানীয় দূতাবাস এবং কমিউনিটি নেতৃবৃন্দ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। উল্লেখ্য, নুরুল আমিন চৌধুরী গত ১৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বর্তমানে তাকে উইজংবুতে একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লক্ষীপুরের কমলনগরের বাসিন্দা নুরুল আমিন চৌধুরী দীর্ঘদিন ধরে কোরিয়ায় বসবাস করে আসছেন। কোরিয়ায় তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়