Sunday, December 11

দেবকে-দেখতে-সাঁতরে-এসেছিল-৫০০-মানুষ!

দেবকে দেখতে সাঁতরে এসেছিল ৫০০ মানুষ!

কানাইঘাট নিউজ ডেস্ক: পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী ২০১৪ সালে সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে 'বুনো হাঁস' নামে সিনেমা নির্মাণ করেন। ছবির মূল চরিত্রে অভিনয় করেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব।

ভারতের পাশাপাশি সিনেমাটির বড় একটি অংশের শ্যুটিং হয় বাংলাদেশে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, বাংলাদেশে শ্যুটিংয়ের অভিজ্ঞতা। ছবির 'হারিয়ে ঠিকানা খোঁজে ঘর' গানটির বেশিরভাগ শ্যুটিং হয়েছে পদ্মা নদীর পাড়ে। অনিরুদ্ধ জানান, দেবের শ্যুটিংয়ের খবর পেয়ে ৫০০ মানুষ নাকি সাঁতার কেটে এসেছিল।  

অনিরুদ্ধ রায় চৌধুরী আরো বলেন, পদ্মায় নৌকো নিয়ে ঢুকে একটা চর, সেখানে সূর্যাস্তের সময় দেব বসে আছে, বাবার কথা মনে পড়ায় মাটি হাতে নিয়ে মাথায় মাখছে, এটাই শট। বাংলাদেশে সবাই বলেছিল, দেবকে রাস্তায় বের করবেন না, কেলেংকারি হবে। পুলিশ তো ছিলই, প্রধানমন্ত্রীর দফতর থেকেও সিকিয়োরিটির লোক চলে এসেছিল। হঠাৎ দেখি, অন্তত ৫০০ লোক সাঁতরে আসছেন। কোনও মতে শট শেষ করে, নৌকোয় ঠেলে তুললাম দেবকে। পাড়ে গেলাম, সেখানে ২৫-৩০ হাজার লোক। পুলিশ লাঠিচার্জ করছে। দেব আর ইন্দ্রাণীকে পুলিশের গাড়িতে ঠেলে তুলে, আমিও উঠলাম। সে দিন মনে হয়েছিল, বাঁচব না।

তিনি আরও লিখেছেন, সঙ্গে দুজন সাদা পোশাকের সিকিয়োরিটি সব সময় ছিল। আমরা থানায় ঢুকে গেলাম। সেখানে মেক-আপ ভ্যানটা ছিল, তাতে দেবকে তুলে দেওয়া হল। পুলিশ বলল, আপনারা এতে করেই এক্ষুনি চলে যান। গাড়ি কোনও মতে বেরিয়ে হাইওয়েতে পড়ল। সেখানেও বাইক নিয়ে লোকের তাড়া। খানিক পরে, গাড়ি যখন ফুল স্পিডে, ভ্যানের দরজায় বার বার ধাক্কা: ‘খুলুন, খুলুন!’ গাড়ি দাঁড় করাতে বললাম। দরজা খুলতে দেখি, সেই সিকিয়োরিটির লোক দুজন! হাঁপাচ্ছে, চোখ লাল। আমি হতভম্ব: আপনারা এটা কী করলেন? ছুটন্ত মেক-আপ ভ্যানের দরজায় রড ধরে ঝুলে ঝুলে আসছেন, মরে যেতেন তো! তারা উত্তর দিলেন, ‘দাদা, আমাদের একটা দায়িত্ব আছে তো!’ এখনও মনে হলে গায়ে কাঁটা দেয়। এই ভালবাসা জীবনে ভুলব না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়