Saturday, December 24

শাহরুখ, সালমানকে পিছনে ফেললেন বিরাট

শাহরুখ, সালমানকে পিছনে ফেললেন বিরাট
কানাইঘাট নিউজ ডেস্ক: সময়টা বেশ ভালই যাচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। ঘরের মাঠে টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-‌০ ব্যবধানে জয়ের পর আরও একটি পালক জুড়ল বিরাটের মুকুটে। ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনের বিচারে ২০১৬ সালের জনপ্রিয় ভারতীয় তারকার খেতাব পেলেন বিরাট কোহলি।

তালিকায় তিনি পিছনে ফেলেছেন সালমান খান, শাহরুখ খানের মতো বলিউড তারকাদের। পাশাপাশি ফোর্বস ম্যাগাজিনের কভার ফটোতেও স্থান পেয়েছেন কোহলি। ফোর্বসের তালিকায় জনপ্রিয়তার নিরিখে বিরাটের পরে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ‘‌সুলতান’ এবং ‘‌কিং খান’‌‌। যদিও চলতি বছরে আয়ের দিক থেকে বিরাটকে (‌১৩৪ কোটি ৪৪ লক্ষ টাকা)‌ পিছনে ফেলেছেন সালমান (২৭০ কোটি ৩৩ লক্ষ টাকা‌)‌ ও শাহরুখ (২২১ কোটি ৭৫ লক্ষ টাকা‌)‌।

তবে এটা বিরাটের জনপ্রিয়তায় কোনও দাগ কাটতে পারেনি। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতের ওয়ান ডে এবং টি-‌টোয়েন্টি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পঞ্চম ও ষষ্ঠ স্থান পেয়েছেন অমিতাভ বাচ্চন এবং শচীন টেন্ডুলকার। মহিলাদের মধ্যে অষ্টম এবং নবম স্থানে রয়েছেন যথাক্রমে দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।

সূত্র- আজকাল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়