কানাইঘাট নিউজ ডেস্ক:
'দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোন সময়ের চেয়ে বর্তমানে অনেক ভালো।
যেকটা জঙ্গী ছিল তা সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরন করে জনগণকে সাথে
নিয়ে অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছি। হঠাৎ করে জঙ্গী তৈরী হয়ে যারা
সুইসাইড স্কোয়াড হয়ে গিয়েছিল, আমরা মনে করি তারা দমন হয়েছে। তাদের শক্তি
আমরা ভেঙ্গে দিয়েছি।' কথাগুলো বলেছেন পুলিশের মহা-পরিদর্শক একেএম শহিদুল
হক।
ভোলায় সফর শেষে বরিবার বেলা ১১টার দিকে বরিশাল কোতোয়ালী মডেল থানায় আকস্মিক পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজিপি আরও বলেন, 'চুরি বা ডাকাতি হলো ট্রেডিশনাল ক্রাইম। এটা অতীতে ছিল আজো আছে, এর পুরোটা রোধ করা সম্ভব নয়। তবে জননিরাপত্তার কথা বিবেচনা করে যাতে এর সংখ্যা না বাড়ে এজন্য কৌশলী পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'নদীর আধিক্য বরিশাল অঞ্চলের জন্য নৌ-পুলিশকে আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। এটা সম্পন্ন হলে একটা স্বয়ংসম্পন্ন বাহিনী হবে।' এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান, মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল অমিন প্রমুখ।
ভোলায় সফর শেষে বরিবার বেলা ১১টার দিকে বরিশাল কোতোয়ালী মডেল থানায় আকস্মিক পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজিপি আরও বলেন, 'চুরি বা ডাকাতি হলো ট্রেডিশনাল ক্রাইম। এটা অতীতে ছিল আজো আছে, এর পুরোটা রোধ করা সম্ভব নয়। তবে জননিরাপত্তার কথা বিবেচনা করে যাতে এর সংখ্যা না বাড়ে এজন্য কৌশলী পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'নদীর আধিক্য বরিশাল অঞ্চলের জন্য নৌ-পুলিশকে আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। এটা সম্পন্ন হলে একটা স্বয়ংসম্পন্ন বাহিনী হবে।' এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান, মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল অমিন প্রমুখ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়