
কানাইঘাট নিউজি ডেস্ক:
সাহিত্যে নোবেল বিজয়ী ওলে সোয়েনকা প্রতিজ্ঞা করেছিলেন যদি মার্কিন
প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হন, তবে তিনি ছেড়ে দেবেন
মার্কিন মুলুক। কিন্তু পুরো বিশ্বকে অবাক করে দিয়ে মার্কিনিরা নিজেদের
ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে বেছে নিয়েছেন।
নিজের প্রতিজ্ঞা রাখতেই যুক্তরাষ্ট্র ত্যাগ করার ঘোষণা দিয়েছেন সোয়েনকা। ১৯৮৬ সালে নোবেল পুরস্কার লাভ করেন ওই নাইজেরিয়ান সাহিত্যিক। সোয়েনকা প্রথম আফ্রিকান, যিনি সাহিত্যে নোবেল লাভ করেন।
তিনি বলেন, ‘আমি ছুড়ে ফেলে দিয়েছি গ্রিন কার্ড। এখানে আর নয়। ফিরে যাচ্ছি আগের জায়গায় যেখান থেকে আমি এসেছিলাম।’
২০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন সোয়েনকা। শিক্ষকতা করান হার্ভার্ড, কর্নেল এবং ইয়েলের মতো নামি বিশ্ববিদ্যালয়ে।
বর্তমানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি সেমিনারে আছেন ৮২ বছর বয়স্ক ওলে সোয়েনকা। সেখানেই এএফপিকে তিনি বলেন, ‘আমি যা বলি তা করি। আমি তা করে ফেলেছি। আমি ওই দেশের (যুক্তরাষ্ট্র) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি।’
নিজের প্রতিজ্ঞা রাখতেই যুক্তরাষ্ট্র ত্যাগ করার ঘোষণা দিয়েছেন সোয়েনকা। ১৯৮৬ সালে নোবেল পুরস্কার লাভ করেন ওই নাইজেরিয়ান সাহিত্যিক। সোয়েনকা প্রথম আফ্রিকান, যিনি সাহিত্যে নোবেল লাভ করেন।
তিনি বলেন, ‘আমি ছুড়ে ফেলে দিয়েছি গ্রিন কার্ড। এখানে আর নয়। ফিরে যাচ্ছি আগের জায়গায় যেখান থেকে আমি এসেছিলাম।’
২০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন সোয়েনকা। শিক্ষকতা করান হার্ভার্ড, কর্নেল এবং ইয়েলের মতো নামি বিশ্ববিদ্যালয়ে।
বর্তমানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি সেমিনারে আছেন ৮২ বছর বয়স্ক ওলে সোয়েনকা। সেখানেই এএফপিকে তিনি বলেন, ‘আমি যা বলি তা করি। আমি তা করে ফেলেছি। আমি ওই দেশের (যুক্তরাষ্ট্র) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি।’
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়