কানাইঘাট নিউজ ডেস্ক: ১৭
বছর বয়সী আফিফ হোসেনের এমন ধ্রুবতারার ন্যায় আবির্ভাব ঘটবে, কে ভেবেছিল!
প্রিমিয়ার লিগের জার্সিও যার গায়ে ওঠেনি এখনও, তাকেই কি না নামিয়ে দেয়া হলো
বিপিএলের ধুন্দুমার লড়াইয়ে। চিটাগাং কি ভেবেছিল, অনুর্ধ্ব-১৯ দলে খেলা এই
ছেলে আর কতটা প্রভাব বিস্তার করতে পারবে!
তাইতো পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে স্ট্যাটাস দিলেন, ‘আমাদের নতুন ধ্রুবতারা’। ধ্রুবতারার মতই তার আবির্ভাব। কেউ চেনে না, কেউ জানে না।
হঠাৎ আজ তাকে নামিয়ে দেয় রাজশাহী কিংস। চিটাগাং ভাইকিংসও শুরুতে হয়তো এতটা গুরুত্ব দেয়নি। তামিম ইকবাল কিংবা চিটাগাং ভাইকিংস তার সম্পর্কে যা জানতেন, সেটা হলো আফিফ হোসেন ধ্রুব মূলতঃ টপ অর্ডার ব্যাটসম্যান। স্পিন বোলিংটা তার অকেশনাল।
এবার বুঝিয়ে দিলেন রাজশাহীর ‘ধ্রুব’তারা। ক্রিস গেইল যেভাবে তার স্লো এবং লো বলে বোকা বনে গেছেন, তাতে তার আবির্ভাবটা যে সত্যিই বাংলাদেশ ক্রিকেটে আরেকটি উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছে, তা এখন বলাই যায়। বিপিএলের অভিষেকেই ৫ উইকেট শিকার করে গড়লেন নতুন রেকর্ড।
শুধু গেইলের উইকেট নেয়াটা হলে বলা যেতো, কোন এক আচমকা বলে হয়তো পেয়ে গিয়েছেন তিনি; কিন্তু আফিফ হোসেন ধ্রুব যেভাবে একাই চিটাগাং ভাইকিংসকে চেপে ধরেছেন, তাতে তার আবির্ভাবকে ধ্রুব তারার সঙ্গে তুলনা করাই যায়। জহুরুল ইসলাম অমিকে দিয়ে শুরু। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আফিফ। এরপরের ওভারে বোল্ড করলেন গেইলকে।
সদ্য অনুর্ধ্ব-১৯ থেকে আসা জাকির হাসানকে ক্যাচ দেয়ালেন সাব্বিরের হাতে। সাকলায়েন সজিবকে করলেন লেগ বিফোর। এরপর পাকিস্তানি ইমরান খানকে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করলেন আফিফ। সিনিয়র কোন দলে অভিষেকেই তুলে নিলেন ৫ উইকেট। ৪ ওভার শেষে তার বোলিং ফিগার দাঁড়াল ৪-১-২১-৫। এ যেন স্বপ্নের এক বোলিং স্পেল। এ যেন এক অবিশ্বাস্য বোলিং। বিপিএল অভিষেকে এটা নতুন এক রেকর্ড।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য যে দলটি বর্তমানে প্রস্তুতি নিচ্ছিল, সেই দলটিরই সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। তিনি মূলত টপ অর্ডার ব্যাটসম্যান। ব্যাট করেন বাম হাতে শট খেলতে পছন্দ করেন। অফ স্পিনটা মাঝে-মধ্যে করে থাকেন। কক্সবাজারে চলমান প্রস্তুতি ক্যামে তাকে দেখেই তাকে নিয়ে আসে রাজশাহী কিংস।
তাইতো পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে স্ট্যাটাস দিলেন, ‘আমাদের নতুন ধ্রুবতারা’। ধ্রুবতারার মতই তার আবির্ভাব। কেউ চেনে না, কেউ জানে না।
হঠাৎ আজ তাকে নামিয়ে দেয় রাজশাহী কিংস। চিটাগাং ভাইকিংসও শুরুতে হয়তো এতটা গুরুত্ব দেয়নি। তামিম ইকবাল কিংবা চিটাগাং ভাইকিংস তার সম্পর্কে যা জানতেন, সেটা হলো আফিফ হোসেন ধ্রুব মূলতঃ টপ অর্ডার ব্যাটসম্যান। স্পিন বোলিংটা তার অকেশনাল।
এবার বুঝিয়ে দিলেন রাজশাহীর ‘ধ্রুব’তারা। ক্রিস গেইল যেভাবে তার স্লো এবং লো বলে বোকা বনে গেছেন, তাতে তার আবির্ভাবটা যে সত্যিই বাংলাদেশ ক্রিকেটে আরেকটি উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছে, তা এখন বলাই যায়। বিপিএলের অভিষেকেই ৫ উইকেট শিকার করে গড়লেন নতুন রেকর্ড।
শুধু গেইলের উইকেট নেয়াটা হলে বলা যেতো, কোন এক আচমকা বলে হয়তো পেয়ে গিয়েছেন তিনি; কিন্তু আফিফ হোসেন ধ্রুব যেভাবে একাই চিটাগাং ভাইকিংসকে চেপে ধরেছেন, তাতে তার আবির্ভাবকে ধ্রুব তারার সঙ্গে তুলনা করাই যায়। জহুরুল ইসলাম অমিকে দিয়ে শুরু। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আফিফ। এরপরের ওভারে বোল্ড করলেন গেইলকে।
সদ্য অনুর্ধ্ব-১৯ থেকে আসা জাকির হাসানকে ক্যাচ দেয়ালেন সাব্বিরের হাতে। সাকলায়েন সজিবকে করলেন লেগ বিফোর। এরপর পাকিস্তানি ইমরান খানকে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করলেন আফিফ। সিনিয়র কোন দলে অভিষেকেই তুলে নিলেন ৫ উইকেট। ৪ ওভার শেষে তার বোলিং ফিগার দাঁড়াল ৪-১-২১-৫। এ যেন স্বপ্নের এক বোলিং স্পেল। এ যেন এক অবিশ্বাস্য বোলিং। বিপিএল অভিষেকে এটা নতুন এক রেকর্ড।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য যে দলটি বর্তমানে প্রস্তুতি নিচ্ছিল, সেই দলটিরই সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। তিনি মূলত টপ অর্ডার ব্যাটসম্যান। ব্যাট করেন বাম হাতে শট খেলতে পছন্দ করেন। অফ স্পিনটা মাঝে-মধ্যে করে থাকেন। কক্সবাজারে চলমান প্রস্তুতি ক্যামে তাকে দেখেই তাকে নিয়ে আসে রাজশাহী কিংস।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়