নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল লীগের দ্বিতীয় দিনের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। বিকেল সাড়ে ৩টায় কানাইঘাট স্টেডিয়ামে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি ফুটবল দলের সাথে মোকাবেলা করে উপজেলার ৫নং বড়চতুল ইউপি ফুটবল দল। খেলা শুরুতেই ২নং ইউপি ফুটবল দলের সাবেক খেলোয়াড় ডিফেন্ডার আব্দুল ওদুদের মৃত্যুতে মাঠে এক মিনিট দাড়িয়ে সবাই নিরবতা পালন করেন। নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল আদায় করতে পারেনি। শুরু থেকেই লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি ফুটবল দলের খেলোয়াড় রাসেল, আলিম, ইফতেখার বেশ কয়েকটির আক্রমনের সুযোগ পেলেও বড়চতুল ইউপি দলের ডিফেন্ডার সেলিম, নজরুল, আশরাফের বাঁধার মুখে গোল আদায় করে নিতে পারে নি। অবশেষে গোল শূন্য ম্যাচ ড্র হওয়ায় উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়। খেলা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি দলের খেলোয়াড় মনসুর আলমের হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার তুলে দেন। আগামীকাল বিকেল সাড়ে ৩টায় ৬নং কানাইঘাট সদর ইউপি ফুটবল দলের মোকাবেলা করবে সাঁতবাক ইউপি ফুটবল দল। দ্বিতীয় দিনের খেলায় মাঠে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুস নানকা, সাবেক চেয়ারম্যান ফারুক চৌধুরী, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল সহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়