নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে কানাইঘাটে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস-১৬ আলোচনাসভা, মতবিনিময়, মানববন্ধন, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত শুক্রবার ও আজ রবিবার সকাল ১১টায় পৃথক ভাবে কানাইঘাট বীরদল এন.এম একাডেমী ও পাবলিক হাই স্কুল মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় পৃথক এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, কানাইঘাট সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম, উপজেরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসেইন, প্রতিরোধ কমিটির সদস্য মাহবুবুল হক, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মঈনুল হক, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নুর, পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহইয়া, এন.এম একাডেমীর ম্যানেজিং কমিটির সদস্য তৌহিদ আহমদ, মোঃ ইলিয়াস, ফয়জুল হক, আব্দুল হক, ওলিউর রহমান, পাবলিক স্কুলের সহকারী শিক্ষক জাকারিয়া, মিঠুন চৌধুরী, হাসিনা বেগম, প্রতিরোধ কমিটির সদস্য মোঃ ইলিয়াস প্রমুখ। পৃথক আলোচনা সভা পরবর্তী দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধনও পালিত হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়