Tuesday, December 6

লুই কানের নকশা খোলা হচ্ছে বুধবার

লুই কানের নকশা খোলা হচ্ছে বুধবার
কানাইঘাট নিউজ ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আসা লুই আই কানের প্রণীত জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের মূল নকশার বাক্স বুধবার খোলা হচ্ছে। ৪১ টি বাক্সে আসা চার সেট নকশার মধ্যে একটি সেট মিলিয়ে, তা প্রধানমন্ত্রীকে দেখানো হবে।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। এদিকে মূল নকশার হার্ড কপির পাশাপাশি শিগগিরই সফট কপিও যুক্তরাষ্ট্র থেকে আসবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কাইভ থেকে লুই কানের প্রণীত ৮৫৩টি নকশা ঢাকায় এসে পৌঁছে। ৪১টি বাক্সে মোট চার সেট নকশা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানা যায়, সোমবার রাতে সংসদের অধিবেশন শেষে স্পিকার ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন স্পিকারের কার্যালয়ে এ বিষয়ে বৈঠক করেন। সেখানে নকশার বাক্স খোলা ও এ বিষয়ে প্রাথমিকভাবে করণীয় নিয়ে আলোচনা হয়।

স্পিকার বলেন, ''প্রধানমন্ত্রীকে নকশা দেখানোর পর একটি সেট সংসদে রেখে দেওয়া হবে। বাকি সেটগুলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে রাখার সিদ্ধান্ত হবে, সেখানে পাঠানো হবে।''

সংসদের নকশা বহিভূ‌র্ত স্থাপনার বিষয়ে স্পিকার বলেন, ''এ নিয়ে এখনেও কোনেও আলোচনা হয়নি। এটি সরকারের নির্বাহী সিদ্ধান্তের বিষয়, সংসদের নয়। তবে সংসদের উত্তর দিকের ফটক প্রায় বন্ধ করে যে স্টুডিও নির্মাণ করা হয়েছিল, সেটি অচিরেই ভাঙার ব্যবস্থা করতে হবে।''

এর আগে গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশার একটি সেট ন্যাশনাল আর্কাইভসে রাখতে বলেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ''এই নকশা জাতীয় সম্পদ। এটি এতদিন আমাদের কাছে ছিল না। এখন হাতে এসেছে। তাই এসব নকশা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং সাধারণের দেখার জন্য প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।''

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এ ওয়াই এম গোলাম কিবরিয়া বলেছেন, ''চুক্তি অনুযায়ী পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে নকশার সফট কপিও পাওয়া হবে।'' 
--- বিডিলাইভ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়