Saturday, December 3

'জিয়ার কবরে তার লাশ আছে কিনা পরীক্ষা করা দরকার'

'জিয়ার কবরে তার লাশ আছে কিনা পরীক্ষা করা দরকার'
কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ সংসদভবন এলাকায় জিয়ার কবরে আদৌ তার লাশ আছে কিনা তা আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পরীক্ষার পর যদি দেখা যায়, সেখানে জিয়ার লাশ নেই তাহলে সেখানে তার কবর রাখার প্রশ্নই আসে না। শুধু জিয়ার কবর নয়, সংসদ ভবন এলাকায় কোনো কবরই রাখা হবে না। লুই আই কানের পুরোনো নকশা অনুযায়ী সংসদ ভবন এলাকা সংরক্ষণ করতে হবে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির বিষয়টি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এটি ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে ৬ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমেই পুরো বিষয়টি বেরিয়ে আসবে। 
সূত্র-- বিডিলাইভ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়