কানাইঘাট নিউজ ডেস্ক: ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
বুধবার রাতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে বলে দেশটির প্রেসিডেন্টের একজন মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন।
একটি মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা চলাকালে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে তৈরি ওই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে ওই অঞ্চলের সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। হিলংগোস শহরে একটি উৎসবের অংশ ছিল এই প্রতিযোগিতা।
এ ঘটনায় আহত শহরটির অজ্ঞাত সংখ্যক মানুষকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র আর্নেস্তো আবেলা বলেন, ওই বোমা হামলার হুমকি সম্পর্কিত কোনো পূর্বাভাস গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ছিল না। কোনো গোষ্ঠীও এই হামলার দায় এখনো স্বীকার করেনি।
চলতি বছরের ২৪ এপ্রিলে অজ্ঞাত একটি গোষ্ঠীর সদস্যরা দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের মিডসেআপ শহরের চার্চের বাইরে পুলিশের একটি গাড়ি লক্ষ করে গ্রেনেড হামলা চালায়। ওই হামলায় ১৩ জন নিহত হন।
বুধবার রাতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে বলে দেশটির প্রেসিডেন্টের একজন মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন।
একটি মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা চলাকালে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে তৈরি ওই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে ওই অঞ্চলের সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। হিলংগোস শহরে একটি উৎসবের অংশ ছিল এই প্রতিযোগিতা।
এ ঘটনায় আহত শহরটির অজ্ঞাত সংখ্যক মানুষকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র আর্নেস্তো আবেলা বলেন, ওই বোমা হামলার হুমকি সম্পর্কিত কোনো পূর্বাভাস গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ছিল না। কোনো গোষ্ঠীও এই হামলার দায় এখনো স্বীকার করেনি।
চলতি বছরের ২৪ এপ্রিলে অজ্ঞাত একটি গোষ্ঠীর সদস্যরা দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের মিডসেআপ শহরের চার্চের বাইরে পুলিশের একটি গাড়ি লক্ষ করে গ্রেনেড হামলা চালায়। ওই হামলায় ১৩ জন নিহত হন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়