কানাইঘাট নিউজ ডেস্ক:
গতকাল রাতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'দেয়াল' অনলাইনে মুক্তি পেয়েছে। ২৬
মার্চের রাতের ঘটনা নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্যটি মুক্তির পর থেকেই ব্যাপক
প্রশংসা পাচ্ছে।
এই চলচ্চিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা তৌসিফ ও সাফা কবির। ২৬ মিনিটের এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন হাসনাত রিপন, সামরীন, ঝর্ণা সরকার ও সৈয়দ নাজমুস সাকিব।
এ ব্যাপারে তৌসিফ বলেন, 'আমি অভিভূত। এটি দর্শকরা এতটা পছন্দ করবে এমনটা ভাবিনি'।
এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। দেয়াল নিয়ে তিনি বলেন, এবারের গল্প একটি পরিবারের ছোট ছোট স্বপ্নের উপস্থাপনা। তবে গল্পের শেষ দিকে দর্শকেরা ভিন্ন উপলব্ধি পাবেন।
এই চলচ্চিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা তৌসিফ ও সাফা কবির। ২৬ মিনিটের এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন হাসনাত রিপন, সামরীন, ঝর্ণা সরকার ও সৈয়দ নাজমুস সাকিব।
এ ব্যাপারে তৌসিফ বলেন, 'আমি অভিভূত। এটি দর্শকরা এতটা পছন্দ করবে এমনটা ভাবিনি'।
এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। দেয়াল নিয়ে তিনি বলেন, এবারের গল্প একটি পরিবারের ছোট ছোট স্বপ্নের উপস্থাপনা। তবে গল্পের শেষ দিকে দর্শকেরা ভিন্ন উপলব্ধি পাবেন।
-- বিডিলাইভ
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়