নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল লীগের চতুর্থ দিনের খেলায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউপিকে ১-০ গোলে হারিয়েছে বাণীগ্রাম ইউপি ফুটবল দল। বিকেল সাড়ে ৩টায় কানাইঘাট স্টেডিয়ামে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি ফুটবল দলের সাথে মোকাবেলা করে উপজেলার বাণীগ্রাম ইউপি ফুটবল দল। খেলা শুরু থেকেই আক্রমন পাল্টা আক্রমনের সুযোগ পায় উভয় দল। প্রথমার্ধের ২৩ মিনিটের মাথায় বাণীগ্রাম ইউপি ফুটবল দলের বাবলুর দুর্দান্ত মাথার হেডে প্রতিপক্ষ ১নং ইউপি ফুটবল দলের জালে বল ঢুকিয়ে ৭নং ইউপিকে ১-০ গোলে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের পুরোটি সময় খেলার সমতা ফিরিয়ে আনতে চেষ্টা করেও ব্যার্থ হয় লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি ফুটবল দল। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রবাসী কামাল উদ্দিন বাণীগ্রাম ইউপি দলের ১১নং জার্সিধারী আশিকের হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার তুলে দেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়