Sunday, December 25

কানাইঘাট আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্ত: ইউনিয়ন ফুটবল লীগ আজ রবিবার থেকে শুরু হচ্ছে। বিকেল ৩টায় উপজেলা স্টেডিয়ামে (ডালাইচর উত্তর মাঠ) টুর্নামেন্টের উদ্বোধন করবেন সড়ক ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কানাইঘাটের কৃতি সন্তান এহসানে এলাহী খোকন। উদ্বোধনী খেলায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হবে রাজাগঞ্জ ইউনিয়ন ফুটবল দলের। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিবৃন্দ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এদিকে আন্ত: ইউনিয়ন ফুটবল লীগকে ঘিরে কানাইঘাটের ফুটবলপ্রেমিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাছাড়া উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ফুটবল দল গঠনের পর মাঠে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে পৌর শহর সহ গুরুত্বপূর্ণ স্থানে একাধিক তোরন নির্মাণের পাশাপাশি উপজেলা স্টেডিয়ামকে সজ্জিত করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়