Saturday, December 24

কানাইঘাটে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামীকাল


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সমিতি, ঢাকা-এর উদ্যোগে আগামীকাল রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কানাইঘাট ডিগ্রি কলেজ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হবে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বাংলাদেশের মেডিকেল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন কানাইঘাটের কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ তাহির। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কানাইঘাট সমিতি, ঢাকা-এর সভাপতি কানাইঘাটের কৃতি সন্তান সড়ক ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ এহসানে এলাহী খোকন। ফ্রি মেডিকেল ক্যাম্পের রেজিষ্ট্রার ভুক্ত রোগীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কানাইঘাট সমিতি ঢাকা- এর নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়