কানাইঘাট নিউজ ডেস্ক:
জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর শিবিরে ঢুকবে বলে
প্রায় ৩০ ফুট লম্বা সুড়ঙ্গ বানিয়েছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। ওই
সুড়ঙ্গটি এমন ভাবে তৈরি যাতে শুধু ভারতীয় সেনা-শিবিরেই নয়, আন্তর্জাতিক
সীমান্ত পেরিয়ে ওই সুড়ঙ্গ ধরে ঢুকে পড়া যায় ভারতের চৌহদ্দিতেও। নাগরোটায়
পাক জঙ্গিদের সাম্প্রতিক হামলার পর তন্নতন্ন তল্লাশি চালিয়ে ওই সুড়ঙ্গটির
হদিশ পেয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।
বিএসএফের ডিজি কে কে শর্মা বলেছেন, ‘সাম্বা সেক্টরের চাম্বলিয়ালে আমরা ওই সুড়ঙ্গটির হদিশ পেয়েছি। ওই সুড়ঙ্গ ধরে প্রচুর পাক জঙ্গি ভারতে ঢুকে পড়েছে বলে আমাদের সন্দেহ। আমরা এখন ওই সুড়ঙ্গটি বুজিয়ে দেয়ার কাজে নেমেছি।’
আজই নাগরোটায় ভারতীয় সেনাদের সদর দফতরে যান সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সোহাগ। নাগরোটায় জঙ্গি হামলার ঘটনায় দুই সেনা অফিসারসহ সাত সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
বিএসএফের ডিজি কে কে শর্মা বলেছেন, ‘সাম্বা সেক্টরের চাম্বলিয়ালে আমরা ওই সুড়ঙ্গটির হদিশ পেয়েছি। ওই সুড়ঙ্গ ধরে প্রচুর পাক জঙ্গি ভারতে ঢুকে পড়েছে বলে আমাদের সন্দেহ। আমরা এখন ওই সুড়ঙ্গটি বুজিয়ে দেয়ার কাজে নেমেছি।’
আজই নাগরোটায় ভারতীয় সেনাদের সদর দফতরে যান সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সোহাগ। নাগরোটায় জঙ্গি হামলার ঘটনায় দুই সেনা অফিসারসহ সাত সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়