কানাইঘাট নিউজ ডেস্ক:
জর্ডানের দক্ষিণাঞ্চলে পর্যটন কেন্দ্রের বাইরে টহল পুলিশের ওপর অজ্ঞাত
বন্দুকধারীদের হামলায় ৪ পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহত একজন
কানাডার নাগরিক বলে জানা গেছে।
কারাক পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে শহরের টহল পুলিশের উপর হামলা করে। উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে হামলাকারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায় এবং পাহাড়ের চূড়ায় শহরের প্রাচীন একটি দুর্গে আশ্রয় নেয়। বন্দুকধারীরা সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। বন্দুকধারীরা কয়েকজন পর্যটককে জিম্মি করলেও পুলিশ তাদের বের করে আনে।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জর্ডান। সিরিয়া ও ইরাকে অবস্থিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীতে জর্ডানের সেনারাও রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র সিরিয় বিদ্রোহীদের ছোট একটি দল এবং ইরাক ও ফিলিস্তিন নিরাপত্তা বাহিনীকে জর্ডানে প্রশিক্ষণ দিয়েছে।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
কারাক পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে শহরের টহল পুলিশের উপর হামলা করে। উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে হামলাকারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায় এবং পাহাড়ের চূড়ায় শহরের প্রাচীন একটি দুর্গে আশ্রয় নেয়। বন্দুকধারীরা সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। বন্দুকধারীরা কয়েকজন পর্যটককে জিম্মি করলেও পুলিশ তাদের বের করে আনে।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জর্ডান। সিরিয়া ও ইরাকে অবস্থিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীতে জর্ডানের সেনারাও রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র সিরিয় বিদ্রোহীদের ছোট একটি দল এবং ইরাক ও ফিলিস্তিন নিরাপত্তা বাহিনীকে জর্ডানে প্রশিক্ষণ দিয়েছে।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়