কানাইঘাট নিউজ ডেস্ক: রোমান
ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিস বলেছেন, খ্রিস্টীয় 'বড়দিনের' প্রকৃত
তাৎপর্য বস্তুগত ভোগ-বিলাসের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে।
শনিবার ভ্যাটিকানে বড়দিনের আগের দিন সন্ধ্যার প্রার্থনা সভায় এ কথা বলেন ফ্রান্সিস।
যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে শুরু হওয়া 'বড়দিন' উপলক্ষে পোপ বলেন, বস্তুগত বিষয়গুলো ক্রিসমাস পরবকে 'জিম্মি' করে ফেলেছে, তাই এবারের পরবে আরো 'নম্রতা' আসা দরকার।
তিনি আরো বলেন, 'আমরা এমন এক সময়ে বাস করছি যখন বাণিজ্যের আলো খোদার আলোকে ছায়া বানিয়ে ফেলেছে, আমরা গিফটের জন্য অধীর থাকলেও প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে শীতল ব্যবহার করি'।
এসময় আলেপ্পোসহ সিরিয়ার শহরগুলোতে বোমাবর্ষণের শিকার হওয়া মানুষের কথাও স্মরণ করেন তিনি। বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।
গত প্রত্যেকটি বছরে শরণার্থীদের প্রতি সহানুভুতি দেখানোর আহ্বান জানিয়েছেন পোপ, এবারও একই আহ্বান জানিয়ে যিশু একজন অভিবাসী ছিলেন বলে খ্রিস্টানদের স্মরণ রাখতে বলেছেন তিনি।
শনিবার ভ্যাটিকানে বড়দিনের আগের দিন সন্ধ্যার প্রার্থনা সভায় এ কথা বলেন ফ্রান্সিস।
যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে শুরু হওয়া 'বড়দিন' উপলক্ষে পোপ বলেন, বস্তুগত বিষয়গুলো ক্রিসমাস পরবকে 'জিম্মি' করে ফেলেছে, তাই এবারের পরবে আরো 'নম্রতা' আসা দরকার।
তিনি আরো বলেন, 'আমরা এমন এক সময়ে বাস করছি যখন বাণিজ্যের আলো খোদার আলোকে ছায়া বানিয়ে ফেলেছে, আমরা গিফটের জন্য অধীর থাকলেও প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে শীতল ব্যবহার করি'।
এসময় আলেপ্পোসহ সিরিয়ার শহরগুলোতে বোমাবর্ষণের শিকার হওয়া মানুষের কথাও স্মরণ করেন তিনি। বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।
গত প্রত্যেকটি বছরে শরণার্থীদের প্রতি সহানুভুতি দেখানোর আহ্বান জানিয়েছেন পোপ, এবারও একই আহ্বান জানিয়ে যিশু একজন অভিবাসী ছিলেন বলে খ্রিস্টানদের স্মরণ রাখতে বলেছেন তিনি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়