কানাইঘাট নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য মায়াকান্না
শুরু করেছেন। শনিবার কুষ্টিয়ার সার্কিট হাউসে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে
মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
হাসানুল হক ইনু বলেন, ‘সাম্প্রতিক কালে বেগম খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়াকান্না শুরু করেছেন। এটা তার শোভা পায় না।’ তিনি আরও বলেন, খালেদা জিয়ার এ মায়াকান্না মাছের মায়ের পুত্রশোকের মতো। যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ আছে, তারা গণতন্ত্রে বসবাস করবে কি না, এটা জাতির কাছে বড় প্রশ্ন।
তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে যদি নির্ভেজাল গতিতে এগিয়ে নিতে হয়, তাহলে যারা হত্যা, খুন, আগুন-সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের গণতন্ত্রে থাকার কোনো অধিকার নেই। এ সময় জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘সাম্প্রতিক কালে বেগম খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়াকান্না শুরু করেছেন। এটা তার শোভা পায় না।’ তিনি আরও বলেন, খালেদা জিয়ার এ মায়াকান্না মাছের মায়ের পুত্রশোকের মতো। যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ আছে, তারা গণতন্ত্রে বসবাস করবে কি না, এটা জাতির কাছে বড় প্রশ্ন।
তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে যদি নির্ভেজাল গতিতে এগিয়ে নিতে হয়, তাহলে যারা হত্যা, খুন, আগুন-সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের গণতন্ত্রে থাকার কোনো অধিকার নেই। এ সময় জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
---বিডিলাইভ
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়