নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় কানাইঘাটে ৪৬তম মহান বিজয় দিবস বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। দিবসের প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা পরিষদ প্রশাসন, পুলিশ প্রশাসন, কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, উপজেলা জাতীয়পার্টি ও তার সহযোগী সংগঠন, কানাইঘাট পৌরসভা, কানাইঘাট ডিগ্রি কলেজ, বাংলাদেশ শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, হোটেল শ্রমিক ইউনিয়ন, কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। দিবসের শুরুতে সকাল ৯টায় কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। এসময় পুলিশ, আনসার এবং
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচ-কাওয়াজ, শারীরিক খসরত ও ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ। সকাল ১১টায় স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার/যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিন ব্যাপী ছিল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজনের মধ্য দিয়ে কানাইঘাটে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়