নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলনের যান্ত্রিক চালিত ১০/১২টি শেইভ মেশিন ও ০১টি মাটি খননের মাধ্যমে পাথর উত্তোলনের ফেলুডার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ও থানা পুলিশ, ভূমি অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব অবৈধ শেইভ মেশিন ও ফেলুডার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পাথর কোয়ারীতে শেইভ মেশিন বিরোধী অভিযান চলছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে অনেকেই ইঞ্জিন চালিত নৌকা ও শেইভ নিয়ে নিরাপদে চলে যায়। নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, লোভাছড়া পাথর কোয়ারী ও আশপাশ এলাকা থেকে যান্ত্রিক চালিত ইঞ্জিন দিয়ে কাউকে অবৈধ ভাবে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়