Tuesday, December 13

মোস্ট ওয়ান্টেড অক্ষয়ের সঙ্গে সোনমের ডাবল

মোস্ট ওয়ান্টেড অক্ষয়ের সঙ্গে সোনমের ডাবল

কানাইঘাট নিউজ ডেস্ক: বর্তমান সময়ে বলিউডে মোস্ট ওয়ান্টেড নায়কদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার। তিন খানের বলিউড রাজত্বে স্বমহিমায় উজ্জ্বল এই অভিনেতা। কমেডি ঘরানার চরিত্রে বিপ্লব সৃষ্টি করার পর অ্যাকশন সহ বিভিন্ন চরিত্রে অভিনয় করে যোগ্যতার পরিচয় দিয়েছেন।

২০১৭ সালের অক্ষয়ের দুটি ছবিতে তার বিপরীতে থাকবেন বলিউডে শক্ত অবস্থান খুঁজতে থাকা অভিনেত্রী সোনম কাপুর।

অক্ষয়ের মত শক্তিমান অভিনেতার সাথে কাজের সুযোগ পেয়ে খুশি সোনম। যদিও আগে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

বলিউড পরিচালক শশাঙ্ক ঘোষের পরিচালনায় 'ভির দি ওয়েডিং' এর শুটিং শেষ হওয়ার পথে। ২০১৭ এর এপ্রিলে মুক্তির কথা রয়েছে ছবিটির।

এছাড়া আরেক পরিচালক বালকি'র ছবিতেও অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন তিনি। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চনও।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়