কানাইঘাট নিউজ ডেস্ক:
উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজারের ১৫টি কেন্দ্রে শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচনের ভোট প্রদান। জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডে মোট ১৫টি কেন্দ্রে ভোট প্রদান করছেন ভোটাররা।
জেলার শ্রীমঙ্গল উপজেলার চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটাররা একে একে আসতে শুরু করেছেন, তবে অন্যন্য নির্বাচনের মতো ভোটারদের লম্বা লাইন ছিল না।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারন সদস্য পদে ৮৬ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। জেলার ৭টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নে মোট ভোটার ৯৫৬ জন।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো. আজিজুর রহমান (চশমা), সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন (আনারস), যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ (মোটরসাইকেল), সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ (ঘোড়া), যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সোহেল আহমদ (তালগাছ), যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন সাবুল (প্রজাপতি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্র:সিলেটভিউ২৪ডটকম
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়