কানাইঘাট নিউজ ডেস্ক:
ফিলিপাইনে পূর্ব উপকূলীয় এলাকায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সুপার টাইফুন নক টেন বা নিনা। অঞ্চলটির হাজার হাজার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। খবর বিবিসির।
মার্কিন যৌথ ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ক্রিসমাস ডে'তে বিকল অঞ্চলে ২৪০ কিলোমিটার গতিতে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় হানতে পারে।
ফিলিপাইনের আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসের গতিবেগ ১৭৫ কিলোমটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড় সতর্কতায় অনেকগুলো সমুদ্র বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, সমুদ্রের ঢেউ ৬ দশমিক ৬ ফুট উচ্চতায় যেতে পারে।
গত অক্টোবর সুপার টাইফুন হায়মার আঘাতে ফিলিপাইনের চারজন মারা গিয়েছিল। রবিবার সকালে টাইফুন নক-টেন বা নিনা কাতানদোয়ানেস দ্বীপের ১৯৫ কিলোমিটার পূর্বে অবস্থান করছে।
বিকল অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র র্যাচেল মিরান্ডা জানান, কাতানদোয়েনেস দ্বীপ এবং আশেপাশের দুটি প্রদেশে লোকজনদের নিরাপদের সরিয়ে নেয়ার কার্যক্রম চলছে।
রাজধানী ম্যানিলার কর্তৃপক্ষ রাস্তার পাশে থাকা বিলবোর্ড নামিয়ে ফেলতে র্নিদেশ দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, প্রচণ্ড বাতাসে এসব বিলবোর্ডের পড়ে লোকজন আহত হতে পারে।
মার্কিন যৌথ ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র জানায়, আটলান্টিকের ক্যাটাগরি থ্রি সমমানের শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। তবে ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি উপকূলে পর্যন্ত পৌঁছাতে দুর্বল হয়ে যেতে পারে।
২০১৩ সালে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে সাত হাজার ৩৫০ জন নিহত হয়েছিল বলে দাবি করা হয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়