কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রতীক্ষার অবসান ঘটেছে। আজ বুধবার সকাল থেকে শুরু হবে ভোটযুদ্ধ। ফলাফলের জন্য অপেক্ষা বিকেলের। তবে প্রার্থীদের মধ্যে এবার শুধু রুদ্ধশ্বাস অপেক্ষা। সিলেট জেলা পরিষদ নির্বাচনে শেষ হাসি কে হাসবেন- এ নিয়েই এখন জল্পনা চলবে দিনভর।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, শিক্ষাবিদ এনামুল হক সরদার, প্রবীণ আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন আহমদ লালা ও ফখরুল ইসলাম। তন্মধ্যে লুৎফুর রহমান আওয়ামী লীগের দলীয় সমর্থনে নির্বাচনী মাঠে আছেন।
তফসিল ঘোষণার পর থেকেই এসব চেয়ারম্যান প্রার্থীরা চষে বেড়িয়েছেন পুরো জেলা। ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট আদায়ে ভোটারদের মন জয়ের চেষ্টা ছিল প্রার্থীদের। সেই চেষ্টায় কে সফল হবেন আর কারা ব্যর্থ হবেন- তা নির্ধারিত হবে আজই। দিনভর তাই প্রার্থীদের মধ্যে থাকছে টান টান উত্তেজনা। আর বিকেল নাগাদ মিলবে চূড়ান্ত ফল। তাতেই কারো মুখে ফুটবে হাসি, কারো মুখ হবে বিষণœ।
বিষণœ।
।
সূত্র:সিলেটভিউ২৪ডটকম
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়