কানাইঘাট নিউজ ডেস্ক: বোরখা
ছাড়া ছবি টুইটারে পোস্ট করায় জেলখানায় যেতে হল এক সৌদি তরুণীকে। পুলিশের
দাবি, ‘নৈতিকতার সীমা লঙ্ঘন’ করার জন্যই সোমবার ওই মহিলাকে গ্রেফতার করে
জেলে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে আপাতত বিতর্কে মুখর সোশ্যাল মিডিয়া।
সৌদির বিভিন্ন ওয়েবসাইট জানিয়েছে, ওই মহিলার নাম মালক আল-সেহরি। গত মাসে সৌদি আরবের রাজধানী রিয়াধের রাস্তায় একটি জনপ্রিয় ক্যাফের সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলে তা পোস্ট করেন মালক। সৌদি সমাজের নিয়ম অনুযায়ী, মাথা থেকে পা পর্যন্ত বোরখা না পরে প্রকাশ্যে বেরতে পারেন না কোনও মহিলা।
ওই ছবিতে দেখা গিয়েছে, ফ্রোরাল ড্রেসের সঙ্গে কালো কোট ও রোদচশমা পরে মালক বোরখা ছাড়াই দাঁডিয়ে রয়েছেন। এর পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন বছর কুড়ির ওই তরুণী। এক বিবৃতিতে পুলিশের দাবি, সৌদির অতি রক্ষণশীল সমাজের ‘নৈতিকতা’ ধরে রাখতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের আরও দাবি, রক্তের সম্পর্কের নয়, এমন এক পুরুষের সঙ্গে প্রকাশ্যে কথা বলার জন্যও তাঁকে জেলে যেতে হয়েছে। পুলিশের মুখপাত্র ফায়াজ-আল-মাইমান বলেন, “এ রকম কাজ করে ওই তরুণী দেশের আইন ভেঙেছেন।”
সৌদির বিভিন্ন ওয়েবসাইট জানিয়েছে, ওই মহিলার নাম মালক আল-সেহরি। গত মাসে সৌদি আরবের রাজধানী রিয়াধের রাস্তায় একটি জনপ্রিয় ক্যাফের সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলে তা পোস্ট করেন মালক। সৌদি সমাজের নিয়ম অনুযায়ী, মাথা থেকে পা পর্যন্ত বোরখা না পরে প্রকাশ্যে বেরতে পারেন না কোনও মহিলা।
ওই ছবিতে দেখা গিয়েছে, ফ্রোরাল ড্রেসের সঙ্গে কালো কোট ও রোদচশমা পরে মালক বোরখা ছাড়াই দাঁডিয়ে রয়েছেন। এর পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন বছর কুড়ির ওই তরুণী। এক বিবৃতিতে পুলিশের দাবি, সৌদির অতি রক্ষণশীল সমাজের ‘নৈতিকতা’ ধরে রাখতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের আরও দাবি, রক্তের সম্পর্কের নয়, এমন এক পুরুষের সঙ্গে প্রকাশ্যে কথা বলার জন্যও তাঁকে জেলে যেতে হয়েছে। পুলিশের মুখপাত্র ফায়াজ-আল-মাইমান বলেন, “এ রকম কাজ করে ওই তরুণী দেশের আইন ভেঙেছেন।”
খবর বিভাগঃ
অন্যরকম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়