কানাইঘাট নিউজ ডেস্ক: আবারো
প্রশংসার বৃষ্টিতে ভাসছেন বাংরাদেশের বিস্ময়বালক মোস্তাফিজ। ক্যারিয়ারের
শুরু থেকেই চমক দেখানো মোস্তাফিজ অল্পদিনেই জায়গা করে নিয়েছিলেন ক্রিকেট
প্রেমীদের। সে ধারা অব্যাহত রেখে এবার মননিত হলেন আসিসির বর্ষসেরা উদীয়মান
ক্রিকেটার।
২১ বছরের এই তরুন বাংলাদেশের হয়ে প্রথমবারের মত এই স্বীকৃতি অর্জন করেন। আর তাতেই সবার প্রশংসায় ভাসছেন কাটার মাষ্টার।
জাতীয় দলে তার সতীর্থ মুশফিক-তামিম-তাসকিনরাও একে একে অভিনন্দন জানাচ্ছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম লিখেছেন, ‘আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়ায় মোস্তাফিজকে অভিনন্দন রইলো।’
তামিম ইকবাল লিখেছেন, ‘মোস্তাফিজুর রহমানকে অনেক অনেক অভিনন্দন। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছে মোস্তাফিজ।’
মোস্তাফিজকে অভিনন্দন জানিয়ে তাসকিন আহমেদ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সুখবর- আইসিসির বর্ষসেরা উদীয়মান নির্বাচিত হয়েছে মোস্তাফিজ। সে-ই বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যে আইসিসির বর্ষসেরা (উদীয়মান) ক্রিকেটার নির্বাচিত হলো। অভিনন্দন মোস্তাফিজ!’
পার্শ্ববর্তী দেশ ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা মোস্তাফিজকে নিয়ে লিখেছে ‘আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার তিনিই। চোটের জন্য অনেকদিনই মাঠের বাইরে ছিলেন। যে ক’দিন খেলেছেন সেটাই আইসিসির কাছে যথেষ্ট ছিল তাকেই উদীয়মান ক্রিকেটার অব দ্য ইয়ার হিসেবে বেছে নিতে।’
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতেই বেছে নেওয়া হয়েছে মোস্তাফিজকে। আর এই সময়ের মধ্যে ওয়ানডে ম্যাচ খেলেছেন মাত্র তিনটি। আর তাতে আট উইকেট পেয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অনেক বেশি। ১০ ম্যাচে ১৯ উইকেট ছিল তার ঝুলিতে।
২১ বছরের এই তরুন বাংলাদেশের হয়ে প্রথমবারের মত এই স্বীকৃতি অর্জন করেন। আর তাতেই সবার প্রশংসায় ভাসছেন কাটার মাষ্টার।
জাতীয় দলে তার সতীর্থ মুশফিক-তামিম-তাসকিনরাও একে একে অভিনন্দন জানাচ্ছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম লিখেছেন, ‘আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়ায় মোস্তাফিজকে অভিনন্দন রইলো।’
তামিম ইকবাল লিখেছেন, ‘মোস্তাফিজুর রহমানকে অনেক অনেক অভিনন্দন। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছে মোস্তাফিজ।’
মোস্তাফিজকে অভিনন্দন জানিয়ে তাসকিন আহমেদ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সুখবর- আইসিসির বর্ষসেরা উদীয়মান নির্বাচিত হয়েছে মোস্তাফিজ। সে-ই বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যে আইসিসির বর্ষসেরা (উদীয়মান) ক্রিকেটার নির্বাচিত হলো। অভিনন্দন মোস্তাফিজ!’
পার্শ্ববর্তী দেশ ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা মোস্তাফিজকে নিয়ে লিখেছে ‘আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার তিনিই। চোটের জন্য অনেকদিনই মাঠের বাইরে ছিলেন। যে ক’দিন খেলেছেন সেটাই আইসিসির কাছে যথেষ্ট ছিল তাকেই উদীয়মান ক্রিকেটার অব দ্য ইয়ার হিসেবে বেছে নিতে।’
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতেই বেছে নেওয়া হয়েছে মোস্তাফিজকে। আর এই সময়ের মধ্যে ওয়ানডে ম্যাচ খেলেছেন মাত্র তিনটি। আর তাতে আট উইকেট পেয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অনেক বেশি। ১০ ম্যাচে ১৯ উইকেট ছিল তার ঝুলিতে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়