নিজস্ব প্রতিবেদক:
জেএসসি, জেডিসি ও প্রাথমিক, ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এতে কানাইঘাটে পিএসসি পরীক্ষায় পাশের হার ৯৮.৩৬% এবং ইবতেদায়ী পরীক্ষায় পাশেরর হার ৯৬.৯৬%। কানাইঘাট উপজেলায় এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় মোট ৫৫৯৭জন এবং ইবতেদায়ীতে ৬২৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রায় সবাই পাশ, ফেল করেছেন মাত্র ৯১জন, জিপিএ ৫ পেয়েছেন ১৪১জন। ইবতেদায়ী পরীক্ষায় ফেল করেছেন ১৯জন, জিপিএ ৫ পেয়েছেন ৩৩জন শিক্ষার্থী। সারা দেশের ন্যায় পৌরসভাসহ উপজেলার সব কয়টি স্কুল, মাদ্রাসায় একই সাথে ফলাফল প্রকাশে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস ছিল লক্ষনীয়। এদিকে কানাইঘাটে জেএসসি পরীক্ষায় পাশের হার ৯৬.২১% এবং জেডিসি পরীক্ষায় পাশের হার ৯৫.৮৫%। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে জেএসসি পরীক্ষায় ৩২৯৯জনের মধ্যে পাশ করেছে ৩১৭৪ জন, তার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২৩ জন এবং সমমান পরীক্ষায় ৭২৩জনের মধ্যে পাশ করেছে ৬৯৩জন, তার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০জন শিক্ষার্থী। বাকিরা বিভিন্ন গ্রেডে পাশ করেছেন বলে স্থানীয় অফিস সূত্রে জানা গেছে।
শেয়ার করুন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়