কানাইঘাট নিউজ ডেস্ক:
অলিম্পিকের সর্বকালের সেরা অ্যাথলেট তিনি। টানা তিনটি অলিম্পিকে সোনা জয়ের
হ্যাটট্রিক করেছেন। চলতি বছর রিও অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারের স্প্রিন্ট
এবং ৪X১০০ মিটারের রিলেতে সোনা জিতে হ্যাটট্রিকের হ্যাটট্রিক করেন তিনি।
টানা তিন অলিম্পিকে ৯ সোনা!
কার কথা বলা হচ্ছে পাঠক নিশ্চয়ই বুঝতে পেরেছেন। উসাইন বোল্ট; জ্যামাইকান গতিদানব। এমনিতেই দারুণ সব কীর্তির কারণে প্রায়ই সংবাদপত্রের আলোচনায় পরিণত হন এই বজ্রমানব। অসম্ভব বিলাসবহুল এক গাড়ি কিনে এবার আলোচনায় এসেছেন সবর্কালের সেরা স্প্রিন্টার।
এবার আরও একটি চমক লাগানো ঘটনা ঘটালেন। চার কোটি ২০ লাখ ডলার (বাংলাদেশী টাকায় ৩৩২ কোটি) মূল্যের বিলাসবহুল গাড়ি কিনে আলোড়ন সৃষ্টি করেছেন বোল্ট।
গাড়ির রং অলিভ সবুজ। এর ভেতরের সিটগুলো জ্যামাইকার পতাকার রঙের। গাড়ির পেছনে স্বর্ণ জয়ের পর বোল্ট যেভাবে উদযাপন করেন সেই ভঙ্গির একটি লোগোও লাগানো রয়েছে।
এর আগে বক্সিং চ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়াদার এই বিশেষ ধরনের গাড়ি কিনে চমকে দিয়েছিলেন। এবার চমকে দিলেন বোল্ট।
লন্ডনে আগামী বছরের বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বোল্ট। এই টুর্নামেন্টের পরই অবসর নেয়ার পরিকল্পনা রয়েছে এ জ্যামাইকান স্প্রিন্টারের।
কার কথা বলা হচ্ছে পাঠক নিশ্চয়ই বুঝতে পেরেছেন। উসাইন বোল্ট; জ্যামাইকান গতিদানব। এমনিতেই দারুণ সব কীর্তির কারণে প্রায়ই সংবাদপত্রের আলোচনায় পরিণত হন এই বজ্রমানব। অসম্ভব বিলাসবহুল এক গাড়ি কিনে এবার আলোচনায় এসেছেন সবর্কালের সেরা স্প্রিন্টার।
এবার আরও একটি চমক লাগানো ঘটনা ঘটালেন। চার কোটি ২০ লাখ ডলার (বাংলাদেশী টাকায় ৩৩২ কোটি) মূল্যের বিলাসবহুল গাড়ি কিনে আলোড়ন সৃষ্টি করেছেন বোল্ট।
গাড়ির রং অলিভ সবুজ। এর ভেতরের সিটগুলো জ্যামাইকার পতাকার রঙের। গাড়ির পেছনে স্বর্ণ জয়ের পর বোল্ট যেভাবে উদযাপন করেন সেই ভঙ্গির একটি লোগোও লাগানো রয়েছে।
এর আগে বক্সিং চ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়াদার এই বিশেষ ধরনের গাড়ি কিনে চমকে দিয়েছিলেন। এবার চমকে দিলেন বোল্ট।
লন্ডনে আগামী বছরের বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বোল্ট। এই টুর্নামেন্টের পরই অবসর নেয়ার পরিকল্পনা রয়েছে এ জ্যামাইকান স্প্রিন্টারের।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়