Saturday, December 3

হিজাব ছাড়া ছবি তোলায় সৌদি নারীকে শিরশ্ছেদের দাবি

হিজাব ছাড়া ছবি তোলায় সৌদি নারীকে শিরশ্ছেদের দাবি
কানাইঘাট নিউজ ডেস্ক: সম্প্রতি মালাক আল সেহরি নামে এক নারী রিয়াদের রাস্তায় হিজাব ছাড়া তোলা তার নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। ছবির নিচে তিনি লেখেন, তিনি সকালের নাশতা করতে যাচ্ছেন। আর এতেই ক্ষেপে গেছেন সৌদি আরবের অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। এই বিষয়ে বিজনেস টাইমসের খবরের সূত্র ধরে সম্প্রতি দি ইনডিপেনডেন্ট একটি খবর প্রকাশ করে।

হিজাব ছাড়া ছবি তোলায় এই নারীকে হত্যা করে মৃতদেহ কুকুর দিয়ে খাওয়ানোর দাবি তুলেছেন সৌদি আরবের অনেকেই।

ওই নারীর শাস্তি নিশ্চিত করার জন্য ফেসবুক ও টুইটারে চলছে প্রচারণাও। তাদের দাবি, ‘এই নারীকে হত্যা করে তাঁর মরদেহ কুকুর দিয়ে খাওয়ানো হোক।’

সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী ওই ছবি তোলার সময় মালাক কোনো বোরখা বা হিজাব পরিহিত ছিলেন না। আর এতেই  মহা ক্ষিপ্ত হয়ে যান সৌদির ফেসবুক ব্যবহারকারীরা। অনেকে তাকে ফেসবুক ও টুইটার পোস্টে সরাসরি হত্যার হুমকি দেন।

এরপর মালাক তার ফেসবুকে ছবিটি মুছে দেন এবং একপর্যায়ে অ্যাকাউন্টটিই ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে তার ওই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই তার ছবি শেয়ার দিয়ে রাষ্ট্রের কাছে তার শিরশ্ছেদের আবেদন করেন।



অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে মালাকের পাশে এসে দাড়িয়েছেন সৌদির অনেকেই। অনেকেই বলেন, এমন কাজ করে নিজেদের বর্বর হিসেবে দেখানোর প্রয়োজন ছিল না। অনেকেই আবার মালাককে রক্ষা করতে আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়