কানাইঘাট নিউজ ডেস্ক: মশার
উপদ্রব বছরের সবসময় থাকে। তারপরেও ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে মশার উপদ্রব
বেড়ে যায় বহুগুণে। মশা বিভিন্ন রোগের জীবাণু বয়ে নিয়ে বেড়ায়, তাছাড়া মশার
কামড়ে অনেকের এল্যার্জির মতো সমস্যা হয়। প্রাকৃতিক এক সহজ উপায়ে মশার
উপদ্রব থেকে বাঁচতে পারেন। তাই দেরি না করে জেনে নেয়া যাক কি সেই উপায়।
আপনার ব্যবহৃত কফি সীডস একটি ফয়েল পেপারে মুড়িয়ে অন্ধকার ঠান্ডা জায়গাতে রাখুন শুকিয়ে আসলে তা ব্যবহার উপযোগী হয়ে যাবে। চাইলে কোনো পাত্রে এই শুকনো কফি বিছিয়ে দিতে পারেন। এরপর জ্বলন্ত কয়লার একটি ছোট টুকরো রেখে দিতে পারেন।
অথবা ফয়েল এর একটি টুকরো নিন এর উপর কফি বিছিয়ে দিন একই পদ্ধতি অনুসরণ করুন এবং এর উপর যথারীতি জ্বলন্ত কয়লার টুকরো দিন। এই ধোয়া যখন চারদিক ছড়িয়ে যাবে মশা তো বিদায় নিবেই সাথে সকল প্রকার পোকামাকড়ও ঘর থেকে দূরে থাকবে।
এই পদ্ধতি অনুসরণ করে করে এই পুরো শীত জুড়েই মশা থেকে থাকুন দূরে এবং সুস্থ থাকুন।
আপনার ব্যবহৃত কফি সীডস একটি ফয়েল পেপারে মুড়িয়ে অন্ধকার ঠান্ডা জায়গাতে রাখুন শুকিয়ে আসলে তা ব্যবহার উপযোগী হয়ে যাবে। চাইলে কোনো পাত্রে এই শুকনো কফি বিছিয়ে দিতে পারেন। এরপর জ্বলন্ত কয়লার একটি ছোট টুকরো রেখে দিতে পারেন।
অথবা ফয়েল এর একটি টুকরো নিন এর উপর কফি বিছিয়ে দিন একই পদ্ধতি অনুসরণ করুন এবং এর উপর যথারীতি জ্বলন্ত কয়লার টুকরো দিন। এই ধোয়া যখন চারদিক ছড়িয়ে যাবে মশা তো বিদায় নিবেই সাথে সকল প্রকার পোকামাকড়ও ঘর থেকে দূরে থাকবে।
এই পদ্ধতি অনুসরণ করে করে এই পুরো শীত জুড়েই মশা থেকে থাকুন দূরে এবং সুস্থ থাকুন।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়