Tuesday, December 20

মশা, মাছি তাড়াতে বারান্দায় যেসব গাছ!


মশা, মাছি তাড়াতে বারান্দায় যেসব গাছ!
কানাইঘাট নিউজ ডেস্ক: ঘরে নানা পোকা মাকড়ের উপদ্রপ খুব সাধারণ একটি সমস্যা। তবে এটি শুধু ঝামেলাই বাড়ায় না, নানা রকম রোগও ছড়ায়। এসক পোকা মাকড় ঘর থেকে তাড়াতে আমরা নানা কীটনাশক ব্যবহার করে থাকি। যা পোকামাকড়ের মতই ক্ষতি করে আমাদের শরীরের। তাই যতটা সম্ভব চেষ্টা করতে হবে জৈব উপায়ে বাড়িকে পোকাদের হাত থকে রক্ষা করতে। এই গাছগুলো বাগানে লাগালে ফলাফল পেয়ে যাবেন হাতনাতে।

লেমন গ্রাস:
এই ঘাস থেকেই পাওয়া যায় সিট্রোনেলা তেল। যা মশা-মাছি দূর করে। তবে শুধু তেলই নয়, লেমন গ্রাস বাড়িতে লাগালেও তার উগ্র গন্ধে বাড়িতে পোকার উপদ্রব কমে।

ধনে পাতা:
এই গাছ বাড়িতে লাগালে গুবরে পোকার উপদ্রব থেকে রক্ষা পাবেন সহজেই।

পুদিনা:
পুদিনা পাতা প্রধানত মাছির উপদ্রব কমাতে সাহায্য করে। বাড়ির যে অংশে মাছির আনাগোনা বেশি সেখানে লাগান পুদিনা গাছ। মাছির হাত থেকে রক্ষা পাবেন।

ল্যাভেন্ডার:
ল্যাভেন্ডারের সুমিষ্ট গন্ধ যেমন আমাদের ভাল লাগে, তেমনই এই গন্ধ পছন্দ করে না পোকামাকড়রা। তাই মশা, মাছি থেকে শুরু করে অন্যান্য পোকামাকড়কেও বাড়ির চৌহদ্দিতে ঘেঁষতে দেয় না এই গাছ।

গাঁদা:
বাড়িত গাঁদা ফুলের গাছ লাগালেও কমে মশা-মাছির উপদ্রব। পাশাপাশি গাঁদা গাছের শিকড় নিমাটোড জাতীয় পোকাদের উপদ্রবও কমায়।-আনন্দবাজার

রোজমেরি:
রোজমেরি গাছ থেকে পাওয়া যায় রোজমেরি তেল। যা পোকামাকড়ের উপদ্রব কমাতে সাহায্য করে। ফলে বাড়িতে এই গাছ লাগালেও উপকার পাবেন।

পেঁয়াজকলি:
মাছি, গুবরে পোকা, ছাড়পোকা জাতীয় পোকাদের উৎপাত কমাতে সাহায্য করে পেঁয়াজকলি।

মৌরি:
বাড়িতে মৌরি গাছ লাগান। ছাড়পোকা, শামুক জাতীয় পোকামাকড় আসবে না। 
-- বিডিলাইভ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়