Thursday, December 22

হুইপ সেলিমের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ, পররাষ্ট্র মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের এম.পি আলহাজ্ব সেলিম উদ্দিনের মাতা সমাজসেবিকা আজিজুন নেছার ইন্তেকালে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, কানাইঘাটের বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতৃবন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন এম.পি সেলিম উদ্দিনের মাতা সমাজসেবিকা আজিজুন নেছার ইন্তেকালে যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিরা তাদের একজন পরম শ্রদ্ধেয় প্রবীণ অভিভাবক ও সমাজসেবিকা হারিয়েছে যা সহজে পূরন হওয়ার মত নয়। শোকদাতারা হলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, জেলা যুব দলের সাধারণ সম্পাদক কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন মামুন, জেলা জাপা নেতা শাহাব উদ্দিন, উপজেলা জাপার সভাপতি এড. আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক কিউ এম ফররুখ আহমদ ফারুক, কানাইঘাট পৌর জাপার সাবেক সভাপতি মাষ্টার আব্দুল মালিক, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক কানাইঘাট মুজম্মিল আলী ট্রাষ্টের চেয়ারম্যান ইকবাল হোসেন, কানাইঘাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম মামুন, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আতাউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ হান্নান, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য মাহবুবুর রশিদ, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুন নুর, কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মুহতমিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট শাখার সভাপতি মাষ্টার জার উল্লাহ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান ফখরুল ইসলাম, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আব্দুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, কানাইঘাট হাজী মামদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদ উজ্জল, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কানাইঘাটের সাধারণ সম্পাদক মোঃ সাইফ উল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়