কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ‘কানাইঘাট আন্ত:ইউনিয়ন ফুটবল লীগ’ আয়োজন করায় উপজেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন এসোসিয়েশন ফর ক্রিয়েটিড ডেভেলপমেন্ট (এসিডি) এর কর্তৃপক্ষ।এসিডির চেয়ারম্যান বদর উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমদ অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে বলেন,এরকম প্রতিযোগিতা একদিকে যেমন খেলাধুলার বিকাশ ঘটাতে সহায়ক হবে তেমনি অপরদিকে যুবসমাজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খেলাধুলার মাধ্যমে সমাজের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বন্ধন গভীরতা লাভ করবে, সুস্থ্য বিনোদনের প্রসার ঘটবে। আমরা এই ফুটবল প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, খেলোয়াড় ও দর্শকদের অভিনন্দন জানাই।(বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়