Wednesday, December 28

সিলেটে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ১৫টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সিলেট সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এদিকে ভোটগ্রহণ শেষে সকল চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য প্রার্থী এবং সংরক্ষিত সদস্য প্রার্থীদের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। অধীর আগ্রহে ভোটের ফলাফল জানতে অপেক্ষা করছেন তারা। 
সূত্র:সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়