কানাইঘাট নিউজ ডেস্ক:
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটিশ
প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে একটি পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন
বলে খবর পাওয়া গেছে। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরাইল বিরোধী
প্রস্তাবের পক্ষে ব্রিটেন ভোট দেয়ার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু এ বৈঠক বাতিল
করলেন।
আগামী ১৭ থেকে ২০ জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাবোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের অবকাশে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।
গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ বন্ধের নিন্দা জানিয়ে উত্থাপিত প্রস্তাবের বিরুদ্ধে ব্রিটেন ভেটো দিতে অস্বীকার করায় নেতানিয়াহু এ বৈঠকের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে গতকাল ইসরাইলি সংবাদ মাধ্যম জানিয়েছে।
গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২৩৩৪ নম্বর প্রস্তাবের পক্ষে যেসব দেশ ভোটে অংশ নিয়েছিল তাদের মধ্যে ব্রিটেনও রয়েছে।
প্রস্তাবে পূর্ব জেরুজালেম আল কুদসসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের ইহুদি বসতি নির্মাণকে অবৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি এ ধরনের বসতি স্থাপন অবিলম্বে বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়।
সূত্র: পার্সটুডে
আগামী ১৭ থেকে ২০ জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাবোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের অবকাশে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।
গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ বন্ধের নিন্দা জানিয়ে উত্থাপিত প্রস্তাবের বিরুদ্ধে ব্রিটেন ভেটো দিতে অস্বীকার করায় নেতানিয়াহু এ বৈঠকের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে গতকাল ইসরাইলি সংবাদ মাধ্যম জানিয়েছে।
গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২৩৩৪ নম্বর প্রস্তাবের পক্ষে যেসব দেশ ভোটে অংশ নিয়েছিল তাদের মধ্যে ব্রিটেনও রয়েছে।
প্রস্তাবে পূর্ব জেরুজালেম আল কুদসসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের ইহুদি বসতি নির্মাণকে অবৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি এ ধরনের বসতি স্থাপন অবিলম্বে বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়।
সূত্র: পার্সটুডে
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়