Tuesday, December 27

‘আন্তর্জাতিক সিলেট উৎসব’ ফেব্রুয়ারীতে


কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বৃহত্তর সিলেট এলাকার বিশিষ্ট জনদের নিয়ে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ‘আন্তর্জাতিক সিলেট উৎসব-২০১৭।’ পৃথক ভাবে ঢাকা ও সিলেটে দুই পর্বের এই উৎসবের আয়োজন করেছে ঢাকায় বসবাসরত সিলেটের মানুষদের সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’। ২৪ ও ২৫শে ফেব্রুয়ারি ঢাকায় এবং ২৭ ও ২৮ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠেয় এই আর্ন্তজাতিক উৎসবে সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও সম্ভাবনা তুলে ধরা হবে। উৎসবের দুটি পর্বেই আন্তর্জাতিক ও জাতীয় খ্যাতিমান ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এদিকে সম্প্রতি উৎসব নিয়ে সিলেটে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তাগণ আসন্ন সিলেট উৎসব সফল করতে উৎসবের নানান কর্মকান্ড নিয়ে নিজ নিজ মতামত ও দিক নির্দেশনা প্রদান করেন। জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি এম তোফায়েল সামি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা'র পরিচালনায় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য ও মতামত প্রদান করেন উৎসবের প্রধান সমন্বয়কারী হাফিজ আহমেদ মজুমদার এমপি, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ডঃ এ কে আবদুল মোমেন, অধ্যাপক আজিজুর রহমান, ড. এম এম ফারুক, ফখরুদ্দিন আলী আহমদ, আব্দুল কাইয়ূম চৌধুরী, আব্দুল মজিদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমেদ সেলিম, প্রেসক্লাব পাউন্ডেশনের সভাপতি আল আজাদ, এ এফ এম শহীদুল ইসলাম সেলিম, তোফায়েল আহমেদ, মাহবুবুল হাফিজ চৌধুরী মসফিক, আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, সৈয়দ মোঃ সোহেল, সাংবাদিক বুলবুল আহমেদ প্রমুখ। সূত্র:সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়