Monday, December 5

প্রধানমন্ত্রীর বিমান ত্রুটি : তদন্তে যুক্ত হলেন এনএসআই

প্রধানমন্ত্রীর বিমান ত্রুটি : তদন্তে যুক্ত হলেন এনএসআই

কানাইঘাট নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাঙ্গেরী সফরকালে বিমানে যান্ত্রিকত্রুটির ঘটনায় অনুসন্ধানের কমিটিতে কো- অপ্ট হিসেবে যুক্ত হয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল আহসান। আজ সোমবার বিকালে বেসামরিক  বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
 
গত ২৮ নভেম্বর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আর পাঁচ কার্যদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। আজ সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানকে কো-অপ্ট করা হয়েছে। এর ফলে কমিটির সদস্য সংখ্যা পাঁচ এ উনীœত হলো এবং কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেবার সময় সাত কার্যদিবস বাড়ানো হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সোমবার বিকালে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়