নিজস্ব প্রতিবেদক:কানাইঘাট উপজেল ক্রীড়া সংস্থা আন্তঃইউনিয়ন ফুটবললীগ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল রবিবার বিকেল ৩টায় উপজেলা স্টেডিয়াম কানাইঘাট ডালাইচর উত্তর মাঠে শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন সড়ক ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কানাইঘাটের কৃতি সন্তান এহসানে এলাহী খোকন। উদ্বোধনী খেলায় কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদ বনাম ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ একে অপরের মোকাবেলা করবে। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ
জাকারিয়া ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিবৃন্দ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এদিকে উপজেলা ক্রীড়া সংস্থা, আন্তঃইউনিয়ন ফুটবল লীগকে ঘীরে কানাইঘাটের ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। টুর্নামেন্টকে ঘীরে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা পরিষদ ফুটবল দলের অনুশীলন চলছে। লীগ ভিত্তিক উক্ত আন্তঃইউনিয়ন ফুটবললীগের উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করার জন্য
পৌর শহর সহ গুরুত্বপূর্ণ স্থানে একাধিক তোরন নির্মাণের পাশাপাশি উপজেলা স্টেডিয়ামকে সজ্জিত করা হয়েছে। এদিকে শনিবার টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা তদারকির পাশাপাশি উপজেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ সহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়