Thursday, December 15

কানাইঘাটে দিন মজুরের বিলের বাঁধ কেটে জোরপূর্বক ভাবে মাছ ধরে নেওয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির কেউটি হাওরে অবস্থিত এক দিন মজুরের ইজারাকৃত বিলের মাছ বাঁধ কেটে জোরপূর্বক ভাবে ধরে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ইজারাকৃত বিলের মালিক স্থানীয় নারাইনপুর গ্রামের মৃত খোরশিদ আলীর পুত্র ছমির উদ্দিন (৪২) বাদী হয়ে এ ঘটনায় কেউটি হাওর গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র এলাকার দাঁঙ্গাবাজ হিসাবে পরিণত শাহজাহান চৌধুরী লাদেন (৫০) কে আসামী করে গত মঙ্গলবার কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করলে গত বুধবার থানার এএসআই সামছুল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে শাহজাহান চৌধুরী লাদেনকে বিলের বাঁধ কেটে মাছ ধরা থেকে বিরত রাখেন এবং এ সংক্রান্ত কাগজপত্র থানায় বৃহস্পতিবার সন্ধ্যার পর বাদী বিবাদীকে উপস্থিত থাকার জন্য বললেও শাহজাহান চৌধুরী লাদেন থানায় উপস্থিত না হয়ে আবারো বিলের বাঁধ কেটে মাছ ধরা শুরু করে। অভিযোগের বাদী ছমির উদ্দিন গতকাল সন্ধ্যার পর থানায় উপস্থিত হয়ে তার বিল থেকে শাহজাহান চৌধুরী মাছ ধরে নিয়ে যাচ্ছে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই সামছুল ইসলামকে জানালে তিনি এব্যাপারে ব্যবস্থা নিবেন বলে আশস্ত করেন। দিনমজুর সামছুল হক জানিয়েছেন, শাহজাহান চৌধুরী @ লাদেন গংরা তাকে হুমকি দিয়ে বলেছে বিলে মাছ ধরতে গেলে তাকে প্রাণে হত্যা করে ফেলবে। এএসআই সামছুল জানিয়েছেন এব্যাপারে তিনি আজকের মধ্যে ব্যবস্থা গ্রহন করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়